What is Income tax ইনকাম ট্যাক্স কি

ইনকাম ট্যাক্স কি এটা একটা বিশাল বড় জিনিস ইনকাম ট্যাক্সের অনেক নিয়ম বা  ACT আছে আমি চেষ্টা করব খুব সহজে করে বোঝাবার  ইনকাম ট্যাক্স কি।
একজন ব্যক্তির দ্বারা অর্জিত বার্ষিক আয়ের উপর আয়কর ধার্য করা হয়। Tax বা করের পরিমাণ নির্ভর করে একজন ব্যক্তি একটি আর্থিক বছরে আয় হিসাবে কত টাকা উপার্জন করেছেন তার উপর। income tax বা আয়কর আইনের বিধান অনুযায়ী আপনার করযোগ করা হয়।

What is Income tax

কার কার ইনকাম ট্যাক্স ফাইল করা উচিত

দেশের প্রত্যেক ব্যক্তি, যার ভয়েস 18 বছর বা প্যান কার্ড আছে তাকে ইনকাম ট্যাক্স ফাইল করা উচিত কারণ ইনকাম ট্যাক্স ফাইল বা রিটার্ন হচ্ছে আপনি ডিক্লেয়ার করছেন। আপনি আপনার জব অথবা বিজনেস থেকে কত টাকা আয় করছেন। তাই প্রত্যেক ব্যক্তি যে ছোট বড় মাঝারি যেকোনো জব অথবা বিজনেস করেন তাকে ইনকাম ট্যাক্স ফাইল অথবা রিটার্ন করা উচিত।

ইনকাম ট্যাক্স ফাইল করার লাভ বা সুবিধা

ইনকাম ট্যাক্স ফাইল বা রিটার্নের করলে অনেক সুবিধা বা লাভ তার মধ্যে সবথেকে বড় হচ্ছে আপনার কাছে একটা ইনকাম ট্যাক্স রিটার্নের সার্টিফিকেট থাকছে বা কাগজ থাকছে সেই কাগজটা একটা বড় ডকুমেন্টস হিসেবে গ্রহণযোগ্য আপনি যখন কোন ব্যাংকের লোন নিতে যাবেন তখন সেই কাগজটা প্রয়োজন হয়। অথবা বাইরে যাওয়ার জন্য পাসপোর্ট ভিসা করতে ইনকাম ট্যাক্স রিটার্নের ফাইল চাই কাগজ চাই।

ইনকাম ট্যাক্স ফাইল বা রিটার্ন করা শুরু আর শেষ সময়

ইনকাম ট্যাক্স শুরু হয় ইংরেজি মে মাসের 1 তারিখ থেকে আর শেষ হয় জুলাই মাসের 31 তারিখ তিন মাস সময় থাকে ইনকাম ট্যাক্স রিটার্ন করার এই 3 মাস টাইমের মধ্যে ইনকাম ট্যাক্স রিটার্ন না করিলে এক হাজার টাকা ফাইন দিতে হয় ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট কে।

ইনকাম ট্যাক্স ফাইল অথবা রিটার্ন করতে কত টাকা খরচ হয়

ইনকাম ট্যাক্স ফাইল করতে বা রিটার্ন করতে যে হিসাব করা হয় আপনার বছরের যে ইনকাম তার থেকে 10% থেকে 25% পর্যন্ত ট্যাক্স দিতে হয় এই জিনিসটা বুঝার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন আমরা চেষ্টা করব যতটা সম্ভব আপনার ট্যাক্স সেভ করার।
ইনকাম ট্যাক্স এর কাজ করার জন্য আমরা 1200 থেকে 5000 টাকা চার্জ করি।

আপনার ইনকাম যদি  5 লাখ টাকার নিচে হয়, তাহলে আপনাকে 1200 টাকা চার্জ করা হবে আর 5 লাখ টাকার উপরে হলে 5000 টাকা বেশি হতে পারে।

আমরা GST কাজ করি ইনকাম ট্যাক্স আর GST কাজ একসাথে করলে খুব কম খরচে আমরা করি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *